স্টোনফিশ: পৃথিবীর অন্যতম বিষাক্ত মাছ

এইবারের ডাইভ ট্রিপ ছিল বিষ দিয়ে ভরপুর. আর তার মধ্যে সবচেয়ে বিষাক্ত ছিল এই স্টোনফিশ. স্টোনফিশ পৃথিবীর অন্যতম বিষাক্ত মাছ. ৪-৫ ইঞ্চি লম্বা প্রাগৈতিহাসিক যুগের প্রাণীদের মতো দেখতে এই মাছের পিঠের কাটার গোড়ায় থাকে ভয়ানক নিউরোটক্সিন যা মানুষ মেরে ফেলার জন্য যথেষ্ট যদি দেহের সংবেদনশীল জায়াগায় (ঘাড়, মাথা, পেট বা বুকে) বিঁধে যায়.

P1220084A.jpg

প্রথম দেখে জুরাসিক পার্কের কোনো মাছ মনে হয়েছিল.

এদের পরিবেশের সাথে মিশে থাকার আশ্চর্য ক্ষমতা আছে. নিচের ছবিতে মাছটাকে খুঁজে পাওয়া মুশকিল – পানির নিচে এমনিতেই ক্যামেরা আর কম্পাস সহ অনেক দিক ম্যানেজ করতে হয় (কারেন্ট আমারে কই নিলো, আমার ডাইভ বাডি কই গেলো ইত্যাদি), তার মধ্যে এদের থেকে নিজেকে সেফ রাখতে এক্সট্রা কেয়ারফুল থাকতে হয়েছিল. ডাইভমাস্টার ক্রিস অবশ্য আগেই বলে দিয়েছিলো এদের কথা.

This slideshow requires JavaScript.

এদের দেখতে পেলে ভুলেও বেশি কাছে যাবেন না বা ঘটাবেন না – দূর থেকে ছবি তোলেন বাস এই পর্যন্তই ভালো. মোট ৩-৪ বার এই মাছের দেখা পেয়েছিলাম এই ডাইভ সাইটে. আরো ছবি:

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

অন্যান্য বিষাক্ত প্রাণীও দেখেছিলাম এই ট্রিপে – লায়নফিশ, সী-স্নেক, জেলিফিশ . লায়নফিশের স্টোরি নেক্সট ব্লগ এ লিখার ইচ্ছা আছে.

ডাইভ লোকেশন: Kata South Reef
ডেট: ২২-জানুয়ারী-২০১৭
ডাইভ টাইপ: Shore dive
ডেপ্থ: ১০-১২ মিটার
কারেন্ট: মাইল্ড-টু-নো কারেন্ট

এটা আমার প্রথম বাংলা ব্লগ. ভালোই লাগছে লিখতে 🙂

Leave a comment